নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ।। রাজনীতির অঙ্গনে যে কোনো রাজনৈতিক দলের থাকে বিভিন্ন শাখা সংগঠন, তেমনি এক সংগটন DYFI। বামপন্থী ভাবাদর্শে বিশ্বাশী DYFI ভারতে বিশেষ করে যুব মানসে বামপন্থী ভাবাদর্শ প্রচার থেকে শুরু করে দেশের বিভিন্ন সমতা নিয়ে DYFI আন্দোলন, সংগ্রামে অংশ নিয়ে থাকে। দেশের সংহতি, স্বাধীনতা ও সর্বভৌমত্য রক্ষায় বামপন্থী ভাবাদর্শে বিশ্বাশী DYFI এবং TYF-র যৌথ উদ্যোগে শুক্রবার প্যারাডাইস চৌমুহনীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে DYFI এবং TYF-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, SFI রাজ্য সম্পাদক নবারুণ দে, আগরতলা পুর নিগমে মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।