স্বাধীনতা দিবসের প্রাক্কালে সংবাদ প্রেরনে নব প্রযুক্তিতে নতুন পথে তথ্য ও সংস্কৃতি দপ্তর

icaদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ আগষ্ট ।। বিজ্ঞানের যুগে জীবনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে – প্রত্যেকেই গতির সঙ্গে মানিয়ে নেয়ার প্রচেষ্টায় লিপ্ত। সাবেকী পদ্ধতির জায়গায় পরিবর্তন প্রায় প্রাত্যহিক হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরেই রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সংবাদ প্রেরনে যুক্ত হল যুগের সঙ্গে তাল মিলিয়ে নব প্রযুক্তি। সরকারী প্রেস রিলিজ বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানে যে পদ্ধতিতে প্রদান করা হত এবার ICA থেকে ই-মেলেই সংবাদ পাঠানো হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারে নতুন পদ্ধতি অবশ্যই সংবাদ প্রতিষ্ঠান সন্মূহের প্রচার ব্যবস্থাকে দ্রুত ও স্বচ্ছন্দ করে তুলবে। শুক্রবার বিকেল ৪টায় তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা বোতাম টিপে ই-মেলের মাধ্যমে সংবাদ প্রেরনের এই নব প্রযুক্তির সূচনা করেন। ছবি – তথ্য দপ্তরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*