নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ।। শুক্রবার সদরের ঈশানচন্দ্র নগর পরগনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। প্রদীপ জ্বেলে এবং ফলকের আবরণ উন্মোচন করে এই নতুন ভবনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। উদ্বোধনী ভাষনে মূখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া দেশ ও জাতি গঠন সম্ভব নয়। মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য ওতপ্রতভাবে জড়িত। তিনি বলেন, ১৯৭২ সালে রাজ্যে শিক্ষার হার ছিল ২০ শতাংশেরও কম, যা এখন ৯৬ শতাংশ। ঈশানচন্দ্রনগর পরগনা বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রাজকুমার চৌধুরী, প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল চন্দ রায় সহ ছাত্রছাত্রীরা ও অন্যান্যরা।