তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সোশ্যাল মিডিয়া বাফদের জন্য সুখবর। স্বাধীনতা দিবসে টুইটারে খাতা খুলল তাজমহল। এবার থেকে তাজমহলের একটা নিজস্ব অফিসিয়াল টুইটার হ্যান্ডেল হল।
”পৃথিবীতে দু ধরণের মানুষ আছেন। যারা আমার সঙ্গে দেখা করেছেন এবং এখানে আমাকে ফলো করছেন, আর যারা আমার সঙ্গে দেখা করেননি তাও এখানে আমাকে ফলো করছেন।” নিজের প্রথম টুইটে সগর্বে ঘোষণা করল তাজমহল। শনিবার তাজমহলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি আনুষ্ঠানিকভাবে চালু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ইতিমধ্যেই এই মাইক্রো-ব্লগিং সাইটে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের ফলোয়ার সংখ্যা ২০২০।
পৃথিবীর ঐতিহাসিক স্মৃতিসম্ভের মধ্যে তাজমহলই প্রথম নিজস্ব টুইটার অ্যাকাউন্ট পেল।