খেলাধুলা ডেস্ক ।। স্বাধীনতা দিবসের দিনটা একটু অন্যভাবে কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটালেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। মেক এ উইশ বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন সচিন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাচ্চাদের জন্য কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। বাচ্চাদের সঙ্গে দিনটা কাটিয়ে তিনি উচ্ছ্বসিত বলে টুইট করেছেন সচিন। টুইতে সচিন লেখেন, “ওদের মধ্যে অনেক ইতিবাচক আশা রয়েছে। বিকেলটা ক্রিকেট খেলে ও ওদের সঙ্গে কাটিয়ে ভাল লাগছে।” অন্যদিকে শ্রীলঙ্কার গলে স্বাধীনতা দিবস পালন করল ভারতীয় ক্রিকেট টিম। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ডিরেকর্টর রবি শাস্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন।