জাতীয় ডেস্ক ।। শনিবার, ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস। লালকেল্লার সামনে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা সামনেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী।
লালকেল্লার আকাশ আজ ‘নো-ফ্লাই’ জোন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে গোটা চত্ত্বর কড়া সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। দিল্লি পুলিসের সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনীও।
জাতীর উদ্দেশ্যে লালকেল্লা থাকে মোদী উবাচ-
> ১৫ মাস ক্ষমতায় আছি। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই।
> দুর্নীতিমুক্ত ভারত আমাদের সংকল্প।
> কালো টাকা ফেরতে মরিয়া সরকার। গঠন হয়েছে সিট।
> রান্নার গ্যাসে ভর্তুকি ত্যাগের প্রচার সফল। ২০ লক্ষের বেশি মানুষ তাঁদের ভর্তুকি ছেড়ে দিয়েছেন।
> কিছু মানুষ সবসময় খারাপটুকুই ভাবেন। নিজেরা সন্তুষ্ট নন। অন্যদের মধ্যেও সেই অসন্তুষ্টি ছড়িয়ে দেন
> শ্রমিকদের সম্মান জানাতেই আমরা ‘শ্রমেভ জয়তে যোজনা’ শুরু করেছি।
> উন্নয়নের মাধ্যমেই আমাদের বর্ণপ্রথা, জাতিভেদপ্রথা দূর করতে হবে।
>’স্বচ্ছ ভারত অভিযানে’ নয়া দিশা দেখিয়েছে ভারত। ঘরে ঘরে তৈরি হচ্ছে শৈচালয়।
> প্রত্যেক সরকারই প্রতিশ্রুতি দেয়, কিন্তু পালন করে কিনা প্রশ্ন সেটাই।
> আমরা দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলতে চাই। উন্নয়নের পিরামিড সুদৃঢ় হলে লাভবান হবেন দরিদ্ররাই,
> আমি এদেশের গরীবদের স্যালুট জানাচ্ছি। শূন্য ব্যালেন্স থেকে শুরু করে তাঁরা ব্যঙ্কে ইতিমধ্যেই ২০,০০০ কোটি টাকা জমা করেছেন। তাঁদের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে।
> নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনায় ১৭ কোটি মানুষ অ্যাকাউন্ট খুলেছেন।
> আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তাঁদের স্বপ্ন পূরণ হবে।
> ঐক্য এ দেশের শক্তি। ঐক্য ধ্বংস হলে দেশও ধ্বংস হব্বে।
> আজকের সকালটা সাধারণ নয়, এই সকাল ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন আশা বহন করে। It is not an ordinary morning but of.