স্বাধীনতা দিবসে লালকেল্লার সামনে মোদী উবাচ

pmজাতীয় ডেস্ক ।। শনিবার, ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস। লালকেল্লার সামনে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা সামনেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী।
লালকেল্লার আকাশ আজ ‘নো-ফ্লাই’ জোন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে গোটা চত্ত্বর কড়া সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। দিল্লি পুলিসের সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনীও।
জাতীর উদ্দেশ্যে লালকেল্লা থাকে মোদী উবাচ-
> ১৫ মাস ক্ষমতায় আছি। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই।
> দুর্নীতিমুক্ত ভারত আমাদের সংকল্প।
> কালো টাকা ফেরতে মরিয়া সরকার। গঠন হয়েছে সিট।
> রান্নার গ্যাসে ভর্তুকি ত্যাগের প্রচার সফল। ২০ লক্ষের বেশি মানুষ তাঁদের ভর্তুকি ছেড়ে দিয়েছেন।
> কিছু মানুষ সবসময় খারাপটুকুই ভাবেন। নিজেরা সন্তুষ্ট নন। অন্যদের মধ্যেও সেই অসন্তুষ্টি ছড়িয়ে দেন
> শ্রমিকদের সম্মান জানাতেই আমরা ‘শ্রমেভ জয়তে যোজনা’ শুরু করেছি।
> উন্নয়নের মাধ্যমেই আমাদের বর্ণপ্রথা, জাতিভেদপ্রথা দূর করতে হবে।
>’স্বচ্ছ ভারত অভিযানে’ নয়া দিশা দেখিয়েছে ভারত। ঘরে ঘরে তৈরি হচ্ছে শৈচালয়।
> প্রত্যেক সরকারই প্রতিশ্রুতি দেয়, কিন্তু পালন করে কিনা প্রশ্ন সেটাই।
> আমরা দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলতে চাই। উন্নয়নের পিরামিড সুদৃঢ় হলে লাভবান হবেন দরিদ্ররাই,
> আমি এদেশের গরীবদের স্যালুট জানাচ্ছি। শূন্য ব্যালেন্স থেকে শুরু করে তাঁরা ব্যঙ্কে ইতিমধ্যেই ২০,০০০ কোটি টাকা জমা করেছেন। তাঁদের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে।
> নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনায় ১৭ কোটি মানুষ অ্যাকাউন্ট খুলেছেন।
> আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তাঁদের স্বপ্ন পূরণ হবে।
> ঐক্য এ দেশের শক্তি। ঐক্য ধ্বংস হলে দেশও ধ্বংস হব্বে।
> আজকের সকালটা সাধারণ নয়, এই সকাল ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন আশা বহন করে। It is not an ordinary morning but of.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*