নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৫ আগষ্ট ।। স্বাধীনতা দিবসের দিনেই শহরের কুখ্যাত নেশাকারবারীর দোকান থেকে নিষিদ্ধ কফ সিরাপ কোরেক্স, স্পাজমো প্রক্সি ভন সহ নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করল পুলিশ। ও সি হিসেবে দায়িত্ব নিয়েই অভিযান চালিয়ে সাফল্য লাভ করল। পুলিশের ভূমিকায় খুশি জনগন।
কমলপুর শহরের ফুলছড়ি বাজারের ষ্টেশনারী ব্যাবসায়ী দীপক ঘোষের দোকানের অবস্থান অগ্নিনির্বাপক দপ্তরের কার্যালয়ের উল্টোদিকে তথা সড়কের পূর্বদিকে। সে বহু বছর যাবৎ এই দোকানে বসেই রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ নেশার জন্য ব্যবহৃত কোরেক্স, স্পাজমো প্রক্সি ভন, বিলাতি মদ সহ অবৈধ বানিজ্যের ঠেকে পরিনত হয়েছে। কমলপুর মায়াছুড়ি সড়কের পাশে থাকা দীপক ঘোষের বাসস্থান হল নেশাদ্রব্যের মজুত ভান্ডার। ২০১৩ সালের ১৩ আগষ্ট রাতে পুলিশ তার দোকানে হানা দিয়ে প্রচুর নেশা সামগ্রি আটক করলেও পুলিশ লঘু ধারা রুজু করায় দীপক আদালত থেকে জামিন পেয়ে যায়। তখন থানার ভূমিকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। যাইহোক শনিবার দুপুর ১২টা নাগাদ কমলপুর থানায় সদ্য যোগ নেয়া ও সি স্বপন সেনগুপ্তের নেতৃত্বে পুলিশের একটি দল দীপক ঘোষের দোকানে আচমকা হানা দিয়ে তল্লাশী শুরু করলে ১১ বোতল কোরেক্স কফ সিরাপ, ৫২৫টি স্পাজমো প্রক্সি ভন সহ নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করল। ও সি স্বপন সেনগুপ্ত ছাড়াও সেকেন্ড ও সি উদ্যম দেববর্মা, এস আই দীপঙ্কর দেবনাথ সহ অন্যান্যরা অভিযানে অংশ নেয়। পুলিশ নেশা কারবারি দীবককে গ্রেফতার করে। দীপক গ্রেফতার হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তির নিশ্বাস ফেলেছে।