দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ আগষ্ট ।। পোষ্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেসের সদর কার্যালয়ে রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীদের অংশগ্রহনে পালিত হয় স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধীদল নেতা সুদীপ রায় বর্মণ, দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়। ‘জন গণ মন’-এর সঙ্গে গলা মেলান নেতা কর্মী সকলেই। স্বাধীনতার বীর সেনানীদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।