দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ আগষ্ট ।। পোষ্ট অফিস চৌমুহনীতে ‘৭১’-র বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভারতের আত্মাহুতি দেয়া বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপাল তথাগত রায় সেখানে সংক্ষিপ্ত ভাষণে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে ত্রিপুরার অকৃত্তিম সাহায্য এবং সেই যুদ্ধে মিত্র শক্তি ভারতের সেনাবাহিনীর ভূমিকা ও আত্মবলিদানের কথা তুলে ধরেন।