কাশ্মীরী পাক-পন্থী নেত্রীর গ্রেফতারি দাবি

pkজাতীয় ডেস্ক ।। মুম্বই হামলার মাথা, জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মজ সঈদের লাহোরের জনসভায় টেলিফোনে ভাষণ দেওয়ায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবিকে গ্রেফতারের দাবি উঠল। গত ১৪ অগাস্ট সঈদের ডাকে ওই জনসভায় আসা লোকজনকে পাকিস্তানের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান আসিয়া। তাঁর ভাষণ চলাকালে মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে সঈদকে।
জনসভায় ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগে আসিয়া শ্রীনগরের বাচপোরা এলাকায় নিজের বাড়িতে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন। সেখানে জড়ো হন পাকপন্থী মহিলা সংগঠনটির একাধিক সদস্য। এদিকে সঈদের জনসভায় আসিয়া ভাষণ দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর গ্রেফতারি চেয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি যুগল কিশোর। তিনি বলেছেন, এ তো রাষ্ট্রদ্রোহিতার সমান। আসিয়াকে দ্রুত গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হোক।
কংগ্রেস মুখপাত্র আরপিএন সিংহও রাষ্ট্রবিরোধী কাজকর্মে জড়িত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, ২৩-২৪ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠক হতে চলেছে। অনেক আলোচনা ইতিমধ্যেই হয়েছে। সরকারের দাবি, ব্রেক থ্রু হয়েছে। কিন্তু সন্ত্রাসবাদীরা ভারতে লাগাতার হামলা অব্যাহত রাখায় পাকিস্তানের সঙ্গে আলোচনার পাশাপাশি হাফিদ সঈদ বা জাকিউর রহমান লকভি, যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আসিয়ার এহেন আচরণ এটাই প্রথম নয়, মন্তব্য করেছেন জেকেএনপিপি নেতা হর্ষ দেব সিংহ। তাঁর প্রশ্ন, কেন জম্মু-কাশ্মীরের বর্তমান সরকার এ ধরনের লোকজনকে এতটা ছাড় দিচ্ছে, বোঝা যাচ্ছে না। আসিয়ার এমন দেশ-বিরোধী কাজ তো নতুন নয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা উচিত ছিল। ওর মতো লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের দ্বিধা-দ্বন্দ্বে আমরা বিচলিত।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যেও পাক পতাকা তুলেছিলেন আসিয়া। তারপর তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা করেছিল পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*