দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। মনু বিধানসভা নির্বাচন যদি বিরোধীদল গুলোর জন্য জনমতের অঙ্কে রাজনৈতিক অবস্থানের পরীক্ষা হয় তবে এই ভোট ক্ষমতাসীন দলের জন্য নেহাৎ ভোট যুদ্ধ জেতার প্রশ্নই জড়িত নয়, সাম্রাজ্য অটুট আর বিশ্বাসের ঘটেরও যোগ রয়েছে। মনুতে ৩৮ হাজার ৮৪৩ জন ভোটার ৪৬টি বুথ কেন্দ্রে গনতন্ত্রের পবিত্র কর্ম সম্পাদন করবেন। মনুর বাতাসে উড়ছে হাজারো প্রশ্ন ত্রিপুরার বর্তমান রাজনীতির পটভূমিকায় জয়ের সম্ভাবনা কোন প্রার্থীর সবচাইতে বেশী সেই সমীকরন করতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা – জানা আছে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র শ্রদ্ধেয় পাঠক বর্গের। তবে স্কুলের টেষ্ট পরীক্ষার শেষে টেনশনে থাকবেন মনুর ভোটে দাঁড়ানো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত।