শুভ্র দে, চূড়াইবাড়ি, ১৬ আগষ্ট ।। রবিরার দুপুরে কদমতলার স্কারপিয়ান ক্লাব এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে। সাংবাদিক সন্মেলনে ক্লাব কর্মকর্তারা কদমতলাতে একটি গ্যাস এজেন্সি স্থাপনের দাবী জানান। উল্লেখ্য, কদমতলাতে গ্যাস এজেন্সি স্থাপনের দাবীতে সরব সকল ভোক্তাদন। তাছারা গত ১১ আগষ্ট কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্য্যের নিকট ডেপুটেশান সহ কদমতলা বাজার এলাকায় একটি মশাল মিছিলও সংঘঠত করেছে ক্লাব কর্মকর্তারা। পাশাপাশি অরাজনৈতিক উন্নয়ন মঞ্চও গ্যাস এজেন্সি স্থাপনের দাবী জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ক্লাব সম্পাদক বিধান নাথ সাংবাদিকদের জানান, সাত দিনের মধ্যে কদমতলাতে গ্যাস এজেন্সি স্থাপনের সুনির্দিষ্ট আশ্বাস প্রশাসনের তরফে না পাওয়া গেলে কদমতলায় রাস্তা অবরোধ করবে স্কারপিয়ান ক্লাব কর্মকর্তারা।