নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট ।। পশ্চিমের প্রদেশ বিশেষত বিহার, ঝাড়খণ্ড এর অধিবাসীরা এই বিশেষ দিনে অত্যন্ত নিষ্ঠার সাথে ধূমধাম করে সূর্য দেবের আরাধনা করে থাকে। বিকেল বেলা তারা পূজোর নৈবেদ্য সহ জলাশয় বা নিকটস্থ নদীতে যায়। অস্থগামী সূর্য দেবের আরাধনা করে বাড়ী ফিরে আসে, সারারাত ধরে জাগরণ, আর সঙ্গীতের মাধ্যমে চলে উপাসনা, সূর্যোদয়ের আগেই আবার সেই নিকটস্থ জলাশয় বা নদীতে ফিরে জান তারা। অত্যন্ত কঠিন এই পূজো, কিন্তু তাতে তাদের নিষ্ঠার বিন্দুমাত্র খামতি থাকেনা। সারা ভারতে যেখানেয় এই বিহারীমানুষেরা বাস করেন, সেখানেই হয় এই পূজো । গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ছট পূজো। ধর্মীয় নিয়ম মেনেই শেষ হল ছট পূজো। রাজধানীর খেজুর বাগানস্থিত পুকুরেই সম্পন্ন হল ঐতিহ্যবাহি ছট পূজো।