দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৭ আগষ্ট ।। শ্যামলীবাজারে জনৈক মহিলার নৃশংস খুনের সংবাদ দুপুরবেলাতেই শহরে ছড়িয়ে পরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুঞ্জবনস্থিত শ্যামলীবাজার কোয়ার্টার কমপ্লেক্সে মহিলা কে নারকিয় কায়দায় খুন করার ছবি জনমনে ত্রাসের সঞ্চার করে। ধারালো অস্ত্রে যে পৈশাচিক কায়দায় খুন করা হয়েছে তা অনেকটা আই.এস. সন্ত্রাসীদের মুণ্ডুচ্ছেদের মত। ৫০ বছরের শান্তা সাহাকে খুনের ঘটনায় কুঞ্জবন সংলগ্ন অঞ্চলে মানুষের মধ্যে চাঞ্চল্য আর ত্রাসের সৃষ্টি হয়েছে। ধটনা স্থলে প্রচুর মানুষ উপস্থিত হয়, পৌঁছে যায় পুলিশ বাহিনী। জানাযায়, সোমবার দুপুর পৌনে বারটায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা কুঞ্জবনস্থিত শ্যামলীবাজার সরকারী কোয়ার্টার কমপ্লেক্সে ঢুকে জনৈক মহিলা শান্তা সাহাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন করে পালিয়ে যায়। খুন নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার পাশাপাশি পুলিশ তদন্তে নেমে পড়েছে। প্রকাশ্য দিনের বেলায় রাজধানীর বুকে ঘটে যাওয়া এই নৃশংস খুনের ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।