দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ আগষ্ট ।। চাঁদ সওদাগড়ের বা হাতের পূজোতেই সন্তুষ্ট হয়ে ছিলেন দেবী মনসা। লক্ষীন্দরের জন্য পিতা হিসেবে চাঁদ সওদাগড়ের সেই পূজোর পরেই মর্তে মনসা পূজোর প্রচলন হয়েছিল বলে পুরনো ধর্মীয় উপাখ্যানে উল্লেখ রয়েছে। জনপ্রিয়তা যাচাইয়ে আজকাল রেটিং পদ্ধতি চালু হয়েছে সেই হিসেবে মা মনসার জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। শহরের বাজার গুলোতে শাপলা ফুল, করন্ডি নিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা, সঙ্গে রয়েছে মাটির মনসা। শাপলা ফুল চারখানা দশ টাকা, করন্ডি আর মাটির মূর্তিতেও দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পড়েছে। কেউ মহা সমারোহে আবার কেউ সাধ্যের গন্ডিতে থেকে অনসা পূজো করবেন। লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে ইদানীং যে কোনো পূজোতেই ভক্তকূলের যে উচ্ছাস দেখা যায় সেই একই প্রভাব মনসা পূজোতেও – বাজারে মনসা ভক্তদের ভীড়েই তার প্রমান। কারো হাতে শাপলা, কেউ করন্ডি নিয়ে ঘরমুখো অন্যদিকে মা মনসার পূজো প্রস্তুতি চলছে ঘরে ঘরে।