নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। রাজ্যে দিনদিন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় পূর্ব থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর রাধানগর বিবেকানন্দ পল্লীতে অভিযান চালিয়ে উত্তম দেবনাথ (৩২) নামে জনৈক এক ব্যাক্তিকে গ্রেফতার করে। জনৈক উত্তম দেবনাথ এর বাড়ি রাধানগর বিবেকানন্দ পল্লীতেই। পুলিশ উত্তম দেবনাথ এর কাছ থেকে একটি পিস্তল ও কিছু তাজা বুলেট উদ্ধার করে। শুক্রবার উত্তম দেবনাথ কে আদালতে তুলার পর আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। রাজধানীতে এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে।
রাজীব সাহার তোলা ছবি।