দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ আগষ্ট ।। ডান কল্যানমূলক বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ হ্রাস, বেকার সমস্যা, কর্ম সংকোচন, জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যে CPI(M)-র মিছিল, জন জমায়েতের মধ্য দিয়ে প্রচার চালানো হয়েছে। ৬ দফা দাবীকে সামনে রেখে CPI(M) প্রতিবাদ কর্মসূচী পালনের শেষে বুধবার রাজ্যে হবে মানব বন্ধন। দক্ষিন থেকে উত্তর ত্রিপুরায় পালিত হবে মানব বন্ধন। মানব বন্ধনে সামিল হতে রাজ্য জুড়ে প্রচার সংগঠিত করেছে CPI(M)। আগরতলায় বটতলা থেকে আশ্রম চৌমুহনী পর্যন্ত এই মানব বন্ধন সংগঠিত হবে।