পঞ্চায়েত ভোটের প্রচার চলছে জোড় কদমে

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ জুলাই/(NUT) : বিধানসভা, লোকসভা ভোটের মত প্রচার চলছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। বর্তমানে গ্রামের মানুষও আধুনিক হয়ে গেছেন। ডান, বাম, ঘাসফুল, বিজেপি যতই প্রচার করুক হিসাব মেলাবেন গ্রামের মানুষ। পাশ ফেলের চাবি পল্লির প্রান্তরে সবুজ গ্রামের মানুষের কাছে।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.