দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ আগষ্ট ।। লক্ষীন্দরের জন্য পিতা হিসেবে চাঁদ সওদাগড়ের বা হাতের পূজোর পরেই মর্তে প্রচলন হয়েছিল মনসা পূজোর। চাঁদ সওদাগড়ের বা হাতের পূজোতেই সন্তুষ্ট হয়ে ছিলেন দেবী মনসা। মর্তে মা মনসার জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। মঙ্গলবার, কেউ মহা সমারোহে আবার কেউ সাধ্যের গন্ডিতে থেকে মনসা পূ্জো করেছেন। লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে ইদানীং যে কোনো পূজোতেই ভক্তকূলের যে উচ্ছাস দেখা যায় সেই একই প্রভাব মনসা পূজোতেও দেখা গেছে।