আন্তর্জাতিক ডেস্ক ।। ফের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুলল পাকিস্তান। ২৩ অগাস্ট নয়াদিল্লিতে ভারত-পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের প্রাক্কালে কাশ্মীর-কাঁটায় নয়াদিল্লিকে বিব্রত করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে সরব হলেন আন্তর্জাতিক সংগঠনটিতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। কাশ্মীর ইস্যুর সমাধানে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতার পাশাপাশি মুসলিম রাষ্ট্রগুলির সংগঠন ইসলামিক অর্গানাইজেশন অব কোঅপারেশন (ওআইসি)-এর সহায়তা চেয়েছেন তিনি। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির স্বার্থে ৫৭ সদস্যের ওআইসি-ও সহায়তা করতে পারে বলে গতকাল এক খোলা বিতর্কে অংশ নিয়ে অভিমত জানান লোধি। ১৫ সদস্যের পরিষদের সামনে তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে একযোগে, সহযোগিতার মাধ্যমে প্যালেস্তাইন, মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাত ও জম্মু-কাশ্মীর বিতর্ক সমেত একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা ও অতিক্রম করার ক্ষমতা আছে ওআইসি-র। লোধি বলেন, বিতর্কে মধ্যস্থতা ও সমাধান, শান্তিরক্ষা ও শান্তি-নির্মাণ, বিশেষ করে উদ্বাস্তু ও উচ্ছেদ হওয়া লোকজনকে মানবতামূলক সহায়তাদান, সংঘাত ও উগ্রপন্থার মূল কারণ অনুসন্ধান ও মীমাংসা-ইত্যাদি নানা ক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের সরাসরি সহযোগিতা গড়ে তোলা উচিত ওআইসি-র সঙ্গে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্প্রতি হিংসা মাথাচাড়া দেওয়ায় ‘প্রবল উদ্বেগ’ জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন। ভারত-পাক জাতীয় নিরাপত্তা পরামর্শদাতাদের বৈঠক থেকে ‘ইতিবাচক ফল’ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু তুললেন লোধি।