খোয়াইতে ৫০ হাজার মানুষ তৈরী করলেন মানব শৃঙ্খ

khগোপাল সিং, খোয়াই, ১৯ আগষ্ট ।। জনজীবনের ৬ দফা দাবির সমর্থনে লড়াইয়ের একটি পর্যায়ের চূড়ান্ত রূপ নিল ১৯’শের মানব বন্ধন। ‘কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, বেকার সর্বোপরি জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সিপিআই(এম) রাজ্য কমিটির ডাকে রাজ্যব্যাপী ঐতিহাসিক মানব বন্ধন বা মানব শৃঙ্খল কর্মসূচী রূপায়িত হয় বুধবার। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে খোয়াই জেলায় মুঙ্গিয়াকামী ব্লক থেকে খোয়াই নৃপেণ চক্রবর্তী এভিন্যু হয়ে পহরমুড়া বৈদ্যনাথ মজুমদার চৌমূহনী পর্য্ন্ত মানব শৃঙ্খল কর্মসূচী রূপায়িত হয়। অপরদিকে তেলিয়ামুড়া থেকে বড়মুড়া অবধি এবং সিঙ্গিছড়া রঞ্জন রায় এভিন্যু থেকে লালছড়া পর্য্ন্ত রূপায়িত হয়েছে মানব শৃঙ্খল কর্মসূচী। ৩৫ হাজারের মতো জনসমাগমের প্রাথমিক ধারনাকে উপচে গিয়ে মানব শৃঙ্খলে আবদ্ধ হলেন ৫০ হাজারেরও বেশী মানুষ। এরপর পরবর্তী ধাপে ভারতব্যাপী সাধারন ধর্মঘটে সামিল হবে সিপিআই(এম)। মানব বন্ধন কর্মসূচী শেষে মিডিয়ার সামনে এই তথ্যই তুলে ধরলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা সিপিআই(এম) জেলা সম্পাদক সমীর দেবসরকার। সাথে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির অপর সদস্য বিশ্বজিত দত্ত। এদিনের মানব শৃঙ্খল কর্মসূচীতে ঐক্যের শক্তি দুর্ভেদ্য করেই কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী সাম্প্রদায়িকতবাদী বিধ্বংশী নীতি প্রতিহত করে দেশকে রক্ষার করার অঙ্গীকারবদ্ধ হবার মধ্য দিয়ে লড়াকু মানুষের সিংহ গর্জন শোনা গেল রাজ্যের সর্বত্রই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*