শুভ্র দে, চূড়াইবাড়ি, ১৯ আগষ্ট ।। উত্তর ধ্বনিছড়া এডিসি ভিলেজের বাসিন্দা হরেন্দ্র দাস ৮৫ বছরে পা দিয়েও আজ পর্যন্ত পান নি কোনো সরকারী সুযোগ সুবিধা। গত মাস খানেক পূর্বে বৃদ্ধ হরেন্দ্র দাস দরিদ্রতার তাড়নায় রেল লাইনে যান আত্মহত্যার জন্য। অবশেষে এলাকার যুবকরা দেখতে পেয়ে রেল লাইনে ঝাপ দেয়ার হাত থেকে বাঁচান। হরেন্দ্র দাসের বাড়ী পেচারথল থানাধীন উত্তর ধ্বনিছড়া এডিসি ভিলেজের ৩নং ওয়ার্ডে। জানা যায়, নিজের একমাত্র বাঁশের কুটিরটি ছাড়া আর কিছুই নেই দরিদ্র হরেন্দ্র দাসের। প্রায় দিনই থাকেন শারীরিক অসুস্থতায়। রাজ্যে হরেন্দ্র দাসের মতো এমন শতশত বৃদ্ধ বৃদ্ধারা আজ সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।