পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৯ আগষ্ট ।। বেআইনি ভাবে পাচার করতে গিয়ে পুলিশের হতে ধরা পড়ল প্রচুর নেশা সামগ্রী সহ একটি স্কোরপিও গাড়ী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর লোকনাথ মন্দিরের সামনে থেকে TR01N 0775 নম্বরের গাড়ীটি আটক করে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। পুলিশ গাড়ীটি থেকে ৮ হাজার ৬৪০টি ক্যাপসুল, ২ হাজার ৪৯২টি কোরেক্স কফ সিরাপের বোতল উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে পুলিশের অনুমান। তবে ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।