এ.ডি.নগর এলাকার ATM চুরি কান্ডের চার ডাকাত চূড়াইবাড়ী পুলিশের জালে

atm1শুভ্র দে, চূড়াইবাড়ী, ১৯ আগষ্ট ।। রাজধানীর এ.ডি.নগর এলাকার ATM চুরি কান্ডের মূল আসামী সহ চার ডাকাতকে বুধবার আটক করে চূড়াইবাড়ী থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে রাজধানীর এ.ডি.নগর এলাকার একটি ATM মেশিন সহ নগদ টাকা চুরি করে পালায় এক দক ডাকাত। ঘটার খবর পেয়ে চূড়াইবাড়ী মহকুমা পুলিশ আধিকারিকের নিকট খবর যেতেই চূড়াইবাড়ী জাতীয় সড়কে উৎ পেতে বসেছিল পুলিশ। সকাল ১১টায় আসামের গাড়ী AS25AC 6928 নম্বরের একটি TATA Verture আটক করে তল্লাসী করার সময় চার ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তিন ডাকাতকে পাকড়াও করতে পেরেছে পুলিশ। আটক তিনজন হল আসামের নলকড়ি জেলার আদাবাড়ি গ্রামের শাহাজান আলি (২৩), আসামের কামরূপ জেলার সুনিয়াডিল গ্রামের আজনুর আলি (৩২) এবং অপর একজন হল ত্রিপুরা উদয়পুরের রঞ্জন দাশ (১৮)। ডাকাতদের কাছ থেকে নগদ ৮ লক্ষ ২২ হাজার ৬১০টাকা এবং ৩টি মোবাইল, ২টি স্ক্রু ডাইভার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে অপর ডাকাত অমল রুদ্রপালকে ১১০৯ টারবো AS01BC 7817 নম্বরের গাড়ী সহ আটক করে পুলিশ। পুলিশের অনুমান আরো একটি গাড়ী সহ ৫-৬ জনের একটি দল রয়েছে এই চুরি কান্ডের সাথে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*