দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ সেপ্টেম্বর ।। দেশীয় রাজনীতির পট পরিবর্তন হয়েছে, UPA-2 বিদায় নিয়েছে, কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। কেন্দ্রের নতুন সরকারের ১০০ দিনের প্রাপ্তি প্রত্যাশার হিসেব নিয়ে দেশকে নতুন দিশা দিচ্ছে বলে বিজেপি-র দাবীকে বিরোধীদল গুলো নেহাৎ প্রচার বলে আখ্যা দিয়েছে। বদলে যাওয়া রাজনীতি আর দেশের পরিস্থিতিতে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ৫ দফা দাবীতে সদর বিভাগীয় সারাভারত গনতান্ত্রিক নারী সমিতি শুক্রবার শুকুন্তলা রোডে নারী জমায়েতের আয়োজন করে। শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল যোগ দেয় শকুন্তলার নারী জমায়েতে।