হাতের শেকলে বন্দি ত্রিপুরা

miccmদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ আগষ্ট ।। গণতান্ত্রিক ভারতবর্ষে প্রতিবাদ জানানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। সেই সূত্রে ১৯শে আগষ্ট ২০১৫ ইংরেজী অবশ্যই প্রতিবাদের ভাষা অন্যভাবে প্রতিভাত হওয়ার দিন হিসেবেই বিবেচিত হবে। বুধবার, CPI(M) কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবী পূরনে গোটা রাজ্যে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। CPI(M)-র এই মানব বন্ধনে শহরের কর্মসূচীতে মানুষের সাথে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের রাজ্য সম্পাদক, মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে ছোট বড় মাপের নেতা নেত্রীরা। মিছিল, মিটিং, শ্লোগানের সশব্দ প্রতিবাদের সাক্ষ্য এই শহরটা হাতের শেকলে বন্দি হয়ে ১৯শে আগষ্ট নিঃশব্দ প্রতিবাদের সময় অতিবাহিত করেছে সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত। এই মানব বন্ধনের মাধ্যমে প্রতিবাদ এই রাজ্যে কবে হয়েছিল এ নিয়ে অনেকেই প্রতিবাদের রাজনীতির ঘটনাক্রমের ইতিহাস নিয়ে তাত্ত্বিক আলোচনায় মগ্ন ছিলেন। মানব বন্ধনের এই প্রতিবাদের সঙ্গেই সমাপ্ত হয়েছে CPI(M)-র পুরো আগষ্ট মাস ব্যাপী কর্মসূচীর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*