নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ।। সম্প্রতি রাজ্যের সংবাদ জগত থেকে চিরকালের মত বিদায় নিয়েছেন চিত্র সাংবাদিক রাকেশ দেবনাথ। বিভিন্ন মহল থেকে এই চিত্র সাংবাদিকের বিদায়ে শোক জ্ঞেপন করা হয়েছে। প্রয়াত এই চিত্র সাংবাদিক রাকেশ দেবনাথের প্রতি গভীর মর্মবেদনার অঙ্গ হিসেবে আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবসকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে চিত্র সাংবাদিকরা এক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত এই অনুষ্ঠানে প্রয়াত চিত্র সাংবাদিক রাকেশ দেবনাথের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞেপনের পাশাপাশি তার একমাত্র কন্যা রুদ্রপ্রিয়া দেবনাথের উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলার লক্ষ্যে এক চিত্র প্রদর্শনী ও ছবি বিক্রয়ের উদ্যোগ নেয়। মঙ্গলবার, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১৯শে আগষ্ট থেকে ২১শে আগষ্ট তিন দিন ব্যাপী এই ‘ফটো এক্সিবিশন কাম সেইল’ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই ‘ফটো এক্সিবিশন কাম সেইল’ অনুষ্ঠানের ছবি বিক্রয়ের সমস্ত অর্থ পরবর্তী সময়ে প্রয়াত চিত্র সাংবাদিক রাকেশ দেবনাথের একমাত্র কন্যা রুদ্রপ্রিয়ার হাতে তুলে দেয়া হবে।