তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। ৩৫-অনুর্ধ্ব বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ। এমনটাই জানিয়েছে ওয়েলথ এক্স নামের একটি সংস্থা। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন ফেসবুকের অপর প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিৎজ। তাঁর সম্পত্তির পরিমাণ ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।
ওয়েলথ এক্স-এর তৈরি তালিকায় সেরা ২০ জনের মধ্যে মাত্র ৬ জন মহিলা রয়েছেন। চিনা রিয়েল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ৩৪ বছরের ভাইস চেয়ারম্যান হুইয়ান ইয়াংকে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা বলে উল্লেখ করেছে ওয়েলথ এক্স। তিন নম্বরে রয়েছেন তিনি।
তালিকায় সর্বকনিষ্ঠ হলেন স্ন্যাপচ্যাটের সিইও ২৫ বছর বয়সী ইভান স্পিগেল। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৯ বিলিন মার্কিন ডলার। সেরা কুড়ির এই তালিকার ১১ জনই মার্কিন নাগরিক। চিন ও সুইৎজারল্যান্ডের তিন জন করে রয়েছেন। তবে কোনও ভারতীয়র নাম নেই তালিকায়।