সীমান্তে রুখে দেওয়া হল অনুপ্রবেশ

borজাতীয় ডেস্ক ।। বিএসএফের তত্পরতায় সীমান্তে রুখে দেওয়া গেল অনুপ্রবেশ। কাল রাতে জম্মু ও কাশ্মীরের আরনিয়ায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফের জওয়ানরা। রাতের অন্ধকারে আর এস পুরা ও সাম্বা সেক্টরেও আন্তর্জাতীক সীমান্ত বরাবর সন্দেহভাজনদের আনাগোনা দেখা যায়। এরপরেই জঙ্গি অনুপ্রবেশ সন্দেহে গুলি চালান বিএসএফ জওয়ানরা। গুলিবৃষ্টিতে শেষমেশ পিছু হঠে অনুপ্রবেশকারীরা।
রবিবার, ২৩ তারিখ দিল্লিতে বৈঠকে বসছে ভারত পাক দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মণ্ডলী। আর তার আগেই বারবার উস্কানিমূলক আচরণের অভিযোগ উঠছে ইসলামাবাদের বিরুদ্ধে। সীমান্ত বরাবর লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ তো ছিলই। এরই মধ্যে কাল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের আলোচনায় আমন্ত্রণ জানায় পাক হাইকমিশন। আজ ফের অনুপ্রবেশের চেষ্টারও অভিযোগ। এরপরও দ্বিপাক্ষিক উপদেষ্টা মণ্ডলীস্তরের বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*