আন্তর্জাতিক ডেস্ক ।। ব্যাঙ্ককের ব্রহ্মা মন্দিরে বিস্ফোরণে নিহত ২০ জনের শেষকৃত্য পাঁচটি ধর্মের অনুসারে সম্পন্ন করা হবে। আজ এমনটাই জানিয়েছে তাইল্যান্ড সরকার। ব্যাঙ্কক মেট্রোপলিটান অথরিটির সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রী সুপ্রানি সাতাহ্যপ্রাকব জানান, আগামীকাল রাচাপ্রসাং সংযোগস্থল, যেখানে ব্রহ্মা মন্দির রয়েছে, সেখানেই নিহতদের অন্ত্যেষ্টি হিন্দু, ইসলাম, ক্রিশ্চান, শিখ ও বৌদ্ধ ধর্ম অনুসারে হবে। তিনি আরও জানান, বিস্ফোরণের ফলে মন্দিরের ক্ষয়ক্ষতির মেরামতির কাজও শীঘ্রই শুরু হবে। গত সোমবারের জোড়া বিস্ফোরণে ২০ জন নিহত ও ১২৩ জন আহত হয়েছিলেন। বিস্ফোরণে মূর্তিটিরও সামান্য ক্ষতি হয়েছে।