বিশ্বের প্রথম সোলার এয়ারপোর্ট ভারতে

airজাতীয় ডেস্ক ।। অপ্রচলিত শক্তির ব্যবহারে বিশ্বকে পথ দেখাল ভারত। দুনিয়ার প্রথম সৌরবিদ্যুত্‍‌চালিত বিমানবন্দর হয়ে গেল কোচিন। গোটা বিমানবন্দরকে সৌরশক্তিতে চালাতে এয়ারপোর্টেই ১২ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুত্‍‌ কেন্দ্র তৈরি করা হয়েছে। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো কমপ্লেক্সে ৪৫ একর জমিতে বসানো হয়েছে ৪৬ হাজার ১৫০টি সোলার প্যানেল। এর ফলে প্রতিদিন ৬০ হাজার ইউনিট সৌরবিদ্যুত্‍ পাবে এয়ারপোর্ট। বিশ্বের কোথাও এরকম গ্রিন এয়ারপোর্ট এখ‌নও তৈরি হয়নি। গোটা প্রকল্পটির দায়িত্বে ছিল কলকাতার সংস্থা বিক্রম সোলার প্রাইভেট লিমিটেড।
কেরল সরকারের এহেন উদ্যোগে আগামী ২৫ বছরে কোচিন বিমানবন্দরের জন্য ৩ লক্ষ মেট্রিক টনের বেশি কয়লা সাশ্রয় হবে। একই সঙ্গে তাপবিদ্যুত্‍‌ উত্‍‌পাদনের কারণে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ কমবে, তা ৩০ লক্ষ গাছ বসানোর সমান। কোচিন বিমানবন্দরের সোলার পাওয়ার প্ল্যান্টটি উদ্বোধন করলেন কেরলের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*