লেখনীতেই রইবে অমলীন

Jiten Paulদেবজিত চক্রবর্তী, আগরতলা১২ সেপ্টেম্বর ।।  জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা রবে জন্ম, মৃত্যুর নিত্য খেলায় কোথাও জীবনের অঙ্কুর কোথাও জীবনের পরিসমাপ্তি – আনন্দ আর বিরহের উপস্থাপনা। তবে আমাদের মধ্যেই এমন কিছু মানুষ আছেন যারা পৃথিবীতে এসে নিরলস কর্ম প্রচেষ্টায় বিরল দৃষ্টান্ত রেখে যান। ত্রিপুরার সংবাদ জগতের তেমনি এক প্রবাদ প্রতিম মানুষের জীবন দীপ নির্বাপিত হওয়ার সংবাদে সংবাদ ভুবনে নেমে এসেছে শোকের ছায়া। শতবর্ষ অতিক্রম করে বার্ধক্য জনিত রোগে পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারের পথে যাএা করেছেন জিতেন পাল। জীবনের সমাপ্তী হলেও জিতেন পাল লেখনীতেই বেঁচে থাকবেন চিরকাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*