দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ আগষ্ট ।। বাড়ীর বাজারের দায়িত্ব যাকে পালন করতে হয় তিনিই জানেন সবশেষ বাজার পরিস্থিতি। দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধিতে বাজারে বাজারে পুরনো কথার প্রতিধ্বনি। দিন যেদিকে যাচ্ছে হয়তো সেই দিন খুব বেশী দূরে নয় যখন বাজারের থলেতে থাকবে টাকা আর পকেটে থাকবে সব্জি, মাছ, মাংস। এমনিতেই যখন নুন পান্তা খেয়ে থাকা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেদার পকেট কাটা হচ্ছে। তেল, ডালের দাম একেক দোকানে একেক রকম – বাজারের পরিস্থিতিতে একদল মুনাফা খোর ব্যবসায়ী ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছে। টিভি’র পর্দা আর সংবাদপত্রে ‘জাগো গ্রাহক জাগো’র বিজ্ঞাপন আর বাজারে জিনিষপত্রের দাম নিয়ে রীতিমতো ফাটকাবাজী রুখতে প্রশাসনকে অনতি বিলম্বে ব্যবস্থা নেয়ার দাবী ক্রমশ জোরালো হচ্ছে।