আন্তর্জাতিক ডেস্ক ।। ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে বৈঠকের আগে শুক্রবার দু’পক্ষই অনড় অবস্থানে। পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বৈঠকে আপত্তি জানিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। পাকিস্তানকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের আগে আজিজের এ আচরণ মোটেও যুক্তিসংগত নয়। ভারতের বার্তা পেয়ে পাকিস্তানও সাফ জানিয়ে দিল, ভারতের খবরদারি মেনে নেয়া হবে না।