গোপাল সিং, খোয়াই, ২১ আগষ্ট ।। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ফুটুফুটে শিশুর। ঘটনা খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায়। মৃত আড়াই বছরের শিশুর নাম ঈশান শুক্লবৈদ্য। শিশুটি তার পরিবারের লোকজনদের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে পুকুরের জলে পড়ে যায়। আশেপাশে কেউ না থাকায় অবোঝ শিশুটি আর প্রাণ নিয়ে ফিরেনি। পুকুরের জলেই ভাসমান মৃতদেহ দেখে টনক নড়ে পরিবারের লোকজনদের। সঙ্গে সঙ্গে শিশুটিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক ঈশানকে মৃত বলে ঘোষনা করেন। হাসপাতালের অভ্যন্তরেই কান্নায় ভেঙে পড়েন পিতা-মাতা সহ আত্মীয় স্বজনরা। দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।