বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো রেকর্ড পরিমাণ

oilআন্তর্জাতিক ডেস্ক ।। আন্তর্জাতিক বাজারে আরও সস্তা হল অপোরিশোধিত তেল। শুক্রবার এক ব্যারেল তেলের দাম কমে হল ৪০ মার্কিন ডলার। চার বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবারই সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একদিনের ব্যবধানে ব্যারেল প্রতি কমেছে প্রায় ৬৭ ডলার। গত জুন মাস থেকে এ পর্যন্ত দাম কমেছে ৩০ শতাংশ। বিশ্বের শীর্ষ স্থানীয় তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব উৎপাদন কমানোর আহ্বানে সাড়া না দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে গত জুন মাসের পর থেকে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের দাম কমছে। তখন ব্যারেলপ্রতি দাম ছিল ১০৭ দশমিক ২৬ ডলার। বিশ্বব্যাপী চাহিদা কমার বিপরীতে যুক্তরাষ্ট্রে উত্তোলনের পরিমাণ বৃদ্ধির কারণেই মূলত পণ্যটির দাম নিম্নমুখী হয়ে উঠেছে। সাধারণত বিশ্ববাজারে তেলের দাম পড়ে গেলে রপ্তানিকারক দেশগুলো উত্তোলন-সরবরাহের পরিমাণ কমিয়ে সেটি ঠেকিয়ে থাকে। কিন্তু এবার রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক তেল উত্তোলনের পরিমাণ কমাবে না বলে ঘোষণা দিয়েছে। এতে পণ্যটির দামকে আরও নিম্নগামী করে তুলেছে। বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও অন্যতম আরেক উৎপাদনকারী দেশ ইরাক ও যুক্তরাষ্ট্র এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহ করায় দাম আরও কমে যায়। এদিকে ওপেক বলেছে, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আগামীতে তেলের এ দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেলের দাম কমার পেছনে দুটি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। প্রথমত, বিশ্ববাজারে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ১৯ লাখ ব্যারেল তেল বেশি সরবরাহ করা। দ্বিতীয়ত, প্রধান রপ্তানিকারক দেশ সৌদি আরবসহ কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দাম বাড়ানোর জন্য তেল উত্তোলন কমানোর উদ্যোগ না নেওয়ার ব্যাপারে একমত হওয়া। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার ব্যারেল প্রতি তেলের দাম কমে যায় ৬৭ ডলার। এদিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। সেখানেও দাম না বাড়ানোর পক্ষে একমত হয়েছে রপ্তানিকারক দেশগুলো।
ভারতের বাজারে পেট্রল-ডিজেলের দাম আরও কমবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত তিন মাসে কয়েক দফায় ভারতে জ্বালানি তেলের দাম কমেছে। অপরিশোধিত তেলের দাম কমায়, সাশ্রয় হবে হেঁশেলের খরচেও। শুধু হেঁশেলই নয়, পরিবহণ খরচ কমে আসায় শিল্পে লাভের মার্জিনও বাড়বে। এই নিয়ে মার্কিন বাজারে পরপর আট সপ্তাহ দাম পড়েছে অপরিশোধিত তেলের। দাম কমেছে ৩৩%। পরিসংখ্যান বলছে, তেলের দামের এটা রেকর্ড পতন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*