কমলপুর প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ।। ধলাই জেলা আনালত কমলপুরে স্থাপনের দাবীতে তৃনমূল কংগ্রেসের ডাকা বন্ধকে কেন্দ্র করে শনিবার সকাল ৮টা ৪২ মিঃ নাগাদ কমলপুর অফিস রোডে বন্ধের বিরোধী সিপিএম সমর্থকরা তৃনমূল পিকেটারদের সরিয়ে দিতে গেলে মুখোমুখী সংঘর্ষ বাঁধে উভয় পক্ষে। খবর পেয়ে ওসি দেবপ্রসাদ রায়, পুলিশ, টিএসআর সহ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতী নিয়ন্ত্রন করেন। দূর পাল্লার গাড়ি গুলো চললেও ছোটখাটো যানবাহন চলাচল করেনি। শহর এলাকায় ৯০ শতাংশ দোকান পাট বন্ধ ছিল। শহর এলাকা ছাড়া অন্যত্র বন্ধের প্রভাব পড়েনি। তৃনমূল কংগ্রেসের জেলা আহ্বায়ক পরিতোষ পাল বলেন, শান্তিপূর্ণ ভাবে বন্ধ পালন করতে গিয়ে সিপিএম সমর্থকদের হাতে আক্রান্ত হতে হয়েছে। আত্মরক্ষার্থে তৃনমূলও প্রতিরোধে নেমেছে। তবে বন্ধ সর্বার্থক হয়েছে বলে পরিতোষ বাবুর বক্তব্য। আবার সিপিএম দলের পক্ষ থেকে জানানো হয়, বন্ধকে মানুষ সমর্থন করে নি। তাই শহরের কয়েকটি দোকান ছাড়া অন্য কোথাও বন্ধের প্রভাব পড়েনি। তবে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও টিএসআর মোতায়েন ছিল।