খোয়াই যুব তৃনমুল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সভা

tmcগোপাল সিং, খোয়াই, ২২ আগষ্ট ।। খোয়াই যুব তৃনমূল কংগ্রেস এর ডাকে বিক্ষোভ সভা হল খোয়াই সুভাষপার্ক বাজারে। হাতেগুনা কয়েক জন বিভিন্ন দলবদল কিছু কর্মী নিয়ে রাজ্য আন্দোলনের ডাক দেয় যুব তৃনমূল নেতৃত্বরা। ত্রিপুরা রাজ্যে একমাত্র খোয়াইতেই টিম টিম করে জ্বলছে তৃনমূলের দ্বীপ। যদিও তৃনমূল রাজ্য নেতৃত্বের ভাষন শুনার অপেক্ষায় ছিলেন দলবদল কর্মীরা। রতন চক্রবর্তীর গঠনগত ও চমকপ্রদ ভাষন শুনতেই তারা জড়ো হয়েছিলেন। কিন্তু তৃনমূল নেতারা যাদের ভাষন প্রায়শ:ই শোনা যায়, আজ তারাই মাইক হাতে দীর্ঘ সময় কাটিয়ে দেন। অথচ উনারা আজ নিজেদের জাহির করতেই ব্যস্ত ছিলেন। জনৈক এক তৃনমূল নেতা ছন্দহীনভাবে যে কবিতা পাঠ করেন তাতে খোয়াই শহরে হাসির রোল উঠে। শেষ পর্যায়ে সুযোগ পান তৃনমূল রাজ্য নেতৃ্ত্ব রতন চক্রবর্তী। যদিও ততক্ষনে রতন বাবুর ভাষনের অপেক্ষায় থাকা অনেকেই সেখান থেকে চম্পট দেন। শেষ পর্যায়ের ভাষনে রতন বাবু আগামী নতুন ইংরেজীবর্ষে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেন এবং খোয়াই জেলা প্রশাসনের সিনিয়র ডেপুটি মেজিস্ট্রেট পঙ্কজ চক্রবর্তী ইস্যুতে সরব হন এবং সাংবাদিকদের অপমানিত করে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় তীব্র সমলোচনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*