দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ আগষ্ট ।। বেপরোয়া অটোচালকের উন্মত্ততায় বটতলায় শুক্রবার জনৈকা ছাত্রীর নিগ্রহের সংবাদে গোটা রাজ্যে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজধানীর রাস্তায় এভাবে বটতলায় ছাত্রী নিগৃহীতা হওয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সাধারন মানুষ। অটোচালকদের দৌরাত্ম বৃদ্ধিতে ইউনিয়নের রাশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বটতলায় দিবালোকে ছাত্রী হেনস্তার ঘটনায় শনিবার SFI ত্রিপুরা রাজ্য কমিটি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পথের প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলে অংশ নিয়েছেন SFI রাজ্য সম্পাদক নবারুণ দেব।