ফের গৃহবধূ অত্যাচারের শিকার পেচারথলে- প্রশাসন নীরব দর্শক

womশুভ্র দে, চূড়াইবাড়ী, ২৩ আগষ্ট ।। ফের এক অন্তসত্বা গৃহবধূ অত্যাচারের শিকার। ঘটনা পেচারথল থানাধীন মাছমারা এলাকায়। জানা যায়, ৭ মাস পূর্বে পেচারথল থানাধীন কমলাপুর গ্রামের নেপাল সরকারের কন্যা সঞ্জিতা সরকারের (মজুমদার) সঙ্গে বিবাহ হয় পেচারথল থানাধীন মাছমারা এলাকার জাদুমনি মজুমদারের পুত্র পঞ্চদ্বীপ মজুমদারে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ীর অত্যাচারের শিকার হয়ে আসছে প্রতিনিয়ত। জানা যায়, সঞ্জিতাকে লোহা গরম করে ছেঁকা দেয়ার পাশাপাশি জ্বলন্ত আগরবাতি দিয়ে শরিরে ফুটো ফুটো করে দেয় স্বামী পঞ্চদ্বীপ মজুমদার, শ্বসুর জাদুমনি মজুমদার, ভাসুর বিশ্বজিৎ মজুমদার, দেওর সমরজিৎ মজুমদার সহ জা রত্না মজুমদার। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় সঞ্জিতা শনিবার শ্বশুর বাড়ী থেকে পালিয়ে আসে বাপের বাড়ীতে। রবিবার পেচারথল প্রথমিক হাসপাতালে ভর্তি করানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*