শুভ্র দে, চূড়াইবাড়ী, ২৩ আগষ্ট ।। ফের আসাম ত্রিপুরা সীমান্তে ধরা পড়লো করমুক্ত সামগ্রী বোঝাই দুটি গাড়ী। জানা যায়, রবিবার সকাল ১১টা নাগাদ কদমতলা থানাধীন তারকপুর রানীবাড়ি রোডের মটরস্ট্যান্ড এলাকায় SI দেবাশিষ সাহার নেতৃত্বে আসামের করিমগঞ্জ থেকে নিয়ে আসা করমুক্ত সামগ্রী বোঝাই TR05 1666 এবং TR02F 1604 নম্বরের দুটি গাড়ী আটক করে পুলিশ। একটি গাড়ীর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অপর চালককে আটক করে গাড়ী সহ চূড়াইবাড়ী বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। জানা যায়, আটককৃত মালের বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধীক টাকা, যার মালিক ধর্মনগরের বিপ্লব দাস।