NSUI-র বিক্ষোভ প্রদর্শন

nsuiদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ আগষ্ট ।। মাননীয় হাইকোর্ট কর্তৃক আইনে ৩ জন যাত্রী অটোতে চলার বিধান দেয়া হয়েছে। হাইকোর্টের রায়ে যাত্রী সাধারনের মধ্যেও স্বস্তি এসেছিল অনেকেই ভেবেছিলেন আগে পিছে বসে অটো চলার দিন শেষ। হাইকোর্টের রায়ে দমবন্ধকর অবস্থায় অটো চলার ছবিতে পরিবর্তন হয়েছে। কিন্তু যেখানে আইনি বিধানে ৩+১ অর্থাৎ চালক সহ তিনজন যাত্রী পরিবহনের কথা সেখানে প্রকাশ্যে তিনের জায়গায় চার যাত্রী নিয়ে অহরহ অটো চলছে শহরে। ভাড়া নিয়ে ভাঁড়ামির কান্ড হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি বেপরোয়া অটোচালকের উন্মত্ততায় বটতলায় শুক্রবার জনৈকা ছাত্রীর নিগ্রহের সংবাদে গোটা রাজ্যে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজধানীর রাস্তায় এভাবে বটতলায় ছাত্রী নিগৃহীতা হওয়ার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সাধারন মানুষ। অটোচালকদের দৌরাত্ম বৃদ্ধিতে ইউনিয়নের রাশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। রবিবার, NSUI -র তরফে এরকম ঘটনা এবং অটোচালকদের দৌরাত্ম বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ মন্ত্রী মানিক দে’র বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীতে উপস্থিত ছিলেন NSUI রাজ্য সভাপতি বাপি দাস সহ NSUI নেতৃবৃন্দরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*