দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ আগষ্ট ।। শহরে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ মানেই মানুষের ভোগান্তি – রবিবারেও তার ব্যতিক্রম হয়নি। IPFT-র মিছিল যখন শহরের রাজপথ পরিক্রমা করছে তখন নানা প্রান্তে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।,। রবিবার, শহরের বিবেকানন্দ ময়দানে তিপ্রাল্যান্ডের দাবীর সমর্থনে IPFT-র জমায়েত এবং পরবর্তীতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় মিছিল, গানে, বাজনায় রং বেরঙ্গয়ের পোষাকে মিছিলের শুরুতে ব্যানারে লেখা ছিল তিপ্রাল্যান্ডের দাবীতে বর্ণাঢ্য মহামিছিল। সংখ্যার বিচারে পথচলতি মানুষের মুখে মুখে ছিল গুঞ্জন – কত হতে পারে মানুষের সংখ্যা?