আন্তর্জাতিক ডেস্ক ।। এনএসএ বৈঠক বাতিল হওয়ার পর এ বার ওয়াঘার ওপার থেকে এল পরমাণু অস্ত্রের হুমকি। নরেন্দ্র মোদী উপমহাদেশে দাদাগিরি দেখানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শপথের দিনই নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। গত মাসে রাশিয়ার উফায় মোদী-শরিফ বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় গতি আনার সিদ্ধান্ত হয়। উফা সমঝোতা অনুযায়ী রবিবার ভারত-পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে গেছে। এ বার, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে তোপ দাগতে শুরু করল ইসলামাবাদ। সঙ্গে, পরমাণু অস্ত্রের ভয় দেখানো। এনএসএ বৈঠক বাতিলের জন্য দিল্লিকে দায়ী করেছেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। তাঁর বক্তব্য ছেপেছে পাক সংবাদপত্র ডন। সরতাজ আজিজ বলেছেন, উপমহাদেশে দাদাগিরি দেখাচ্ছে মোদীর ভারত। কিন্তু, মনে রাখতে হবে পাকিস্তানের ভাঁড়ারেও পরমাণু অস্ত্র আছে। পাকিস্তান নিজেকে রক্ষা করতে জানে। হুরিয়তের সঙ্গে কথা এবং কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে পাকিস্তান অনড় থাকায় রবিবার এনএসএ পর্যায়ের বৈঠক ভেস্তে যায়। এ দিন ফের কাশ্মীরে গণভোটের দাবিও করেছেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শনিবার সন্ধেয় পুঞ্চের বালাকোট সেক্টরে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জুলাই মাসে একবার পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এ বার পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গলাতেও এক সুর। এই পরিস্থিতিতে এনএসএ বৈঠক বাতিলের পর দু-দেশের সেনা ও আধা-সামরিক বাহিনীর আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।