দেবজিত চক্রবর্তী, আগরতলা,১৩ সেপ্টেম্বর ।। ৪৬টি বুথ কেন্দ্রে মনুর ভোটাররা ভোট দিতে উৎসাহ উদ্দীপনায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন – সেই দৃশ্যই দেখা গেছে। চিরাচরিত পোশাকে আবাল, বৃদ্ধ, বনিতারা গনতন্ত্রের পবিত্র কর্ম সম্পাদন করেছেন। ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে। ভোট শেষ, ভোটারদের মধ্যে এবার শুরু মুখের পরিসংখ্যান আর জল্পনা কল্পনা। আগামী ১৬ই সেপ্টেম্বর প্রকাশিত হবে মনুর মানুষের গনতন্ত্রের রায়। অপেক্ষার প্রহর গুনছে মনু, কার কপালে বিজয় তিলক জানা যাবে ১৬ই সেপ্টেম্বর।
মনু থেকে অভিষেক দেববর্মার তোলা ছবি।