অবৈধ উপায়ে কবিরাজী ঔষদ প্রতারনার দায়ে গ্রেপ্তার ৫ ব্যাক্তি

tlmপদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৪ আগষ্ট ।। অবৈধ উপায়ে বাড়ী বাড়ী গিয়ে কবিরাজী ঔষদের নাম করে বেআইনি বাণিজ্য চালাতে গিয়ে প্রতারনার দায়ে গ্রেপ্তার ৫ ব্যাক্তি। এরা হলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজুয়ন বৈরদ, সামসুর বৈদ্য, সাইদুল বৈদ্য, আইতুল আলী এবং বয়বাত আলী। রবিবার তেলিয়ামুড়া থানার অনতিদূরে এক গেষ্ট হাউস থেকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ তেলিয়ামুড়ার জয়নগর এবং রাজনগর এলাকায় সাত সকালে বাড়ী বাড়ী গিয়ে বেআইনি বাণিজ্য চালিয়ে কবিরাজী ঔষদের নাম করে হাজার হাজার হাতিয়ে নিচ্ছিল তারা। এরপরই স্থানীয় মানুষ টের পেয়ে ঘটনাটি পুলিশের নজরে আনে। পুলিশ বিষয়টি নিয়ে তনন্তে নেমেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*