খেলাধুলা ডেস্ক ।। ইংল্যান্ডে বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দুদার্ন্ত ব্যাটিং পারফরম্যান্স করে হারানো স্থানটি পুনরুদ্ধার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তার হারানো স্থানটি দখল করতে জো রুটকে পেছনে পেলতে হয়েছে। আইসিসির টেস্ট ব্যাটিং র্যাংঙ্কিয়ে জো রুটকে হারিয়ে অস্ট্রেলিয়ার বর্তমান সময়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তিনি। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এই র্যাংকিং প্রকাশ করেন। সদ্য শেষ হওয়া ওভাল টেস্টের একমাত্র ইনিংসে ১৪৩ রানের এক নান্দনিক ইনিংস উপহার দেন স্টিভেন স্মিথ। অন্যদিকে দুই ইনিংসে মাত্র ১৭ (৬+১১) রান করেন জো রুট। যে কারণে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান হারান রুট।
আইসিসির সর্বশেষে প্রকাশিত ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আছেন স্টিভেন স্মিথ। তার থেকে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে যান জো রুট।