আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের সাথে মার্কিন কংগ্রেসে পরমাণু চুক্তি পাশ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু ইস্যুতে ইরান সমঝোতা পাশ করার জন্য প্রয়োজনীয় সমর্থনের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন। নতুন করে এই সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ডেব্বি স্টেবিনাউ। সোমবার মিশিগান থেকে নির্বাচিত সিনেটর ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি অবশ্যই এ সমঝোতাকে সমর্থন করব’।
ডেব্বি স্টেবিনাউ এই সমর্থনের পর কংগ্রেসে সমঝোতা অনুমোদন করার জন্য মাত্র আর ছয়টি ভোট কম রয়েছে। রবিবার সিনেটে সংখ্যালঘু দলের নেতা হ্যারি রিড বলেছেন, ইরান ও ছয় পরমাণু শক্তিধর দেশের মধ্যেপরমাণু চুক্তি নিয়ে গত ১৪ জুলাই যে সমঝোতা হয়েছে তার প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। এই পর্যন্ত ডেমোক্র্যাট দলের মাত্র দু’জন সদস্য সমঝোতার বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, প্রায় ৩০ বছরের চেষ্টার পরে ইরান তাঁর পরমাণু অস্ত্র সম্বরণ করতে রাজি হয়েছে। ফলে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো আর্থিক নিষেধাজ্ঞাও ইরানের উপর থেকে উঠে যাওয়ার কথা। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি একথা বলেছেন।