গোপাল সিং, খোয়াই, ২৫ আগষ্ট ।। অন্যান্য রাজ্যের মতো এই ত্রিপুরা রাজ্যেও সংবাদ মাধ্যমগুলো জনগনের মৌলিক অধিকার সুরক্ষা এবং গনতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন পরিপ্রেক্ষিতে পেশাগত দায়িত্ব পালনের অন্ন্য নজির স্থাপন করে এ রাজ্যের বহু প্রথিতযশা সাংবাদিক জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। কিন্তু গত ১৬ই আগষ্ট ২০১৫ তারিখে খোয়াই জেলা শাসকের অধীন প্রশাসনের সিনিয়র টিসিএস অফিসার পঙ্কজ চক্রবর্তী ফেসবুকে রাজ্যের সংবাদ মাধ্যমকে ‘টয়লেট পেপার’ আখ্যা দিয়েছেন। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা জার্নালিষ্ট ইউনিয়ন। অপরদিকে ভারতের সংসদীয় ব্যবস্থায় সংবাদ মাধ্যমকে গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও, গত ২১শে আগষ্ট ২০১৫ তারিখে খোয়াই জেলা শাসকের অফিস কার্য্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরা জার্নালিষ্ট ইউনিয়ন, খোয়াই জেলা কমিটির সভাপতি গোপাল সিং, সহ-সম্পাদক আশীষ চক্রবর্তী সহ স্থানীয় সাংবাদিককে গালাগাল দিয়ে অফিস কক্ষের বাইরে যেতে নির্দেশ দেন অতিরিক্ত জেলা শাসক সন্তোষ কর্মকার।
রাজ্য প্রশাসনের এই দুই টিসিএস অফিসার এর ন্যাক্কারজনক ঘটনার ব্যাপারে রাজ্যের সর্বস্তরের জনগনের সাথে মুখ্যমন্ত্রী হিসাবে নিন্দা প্রকাশ করে এই দুই অফিসারের বিরুদ্ধে শাস্তিমুলক ববস্থা নিতে খোয়াই জেলা শাসক এন.ডার্লং এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা জার্নালিষ্ট ইউনিয়ন, খোয়াই জেলা কমিটি। মঙ্গলবার ইউনিয়নের ১০ জন সদস্য-সাংবাদিক, জেলা শাসকের অফিস কার্য্যালয়ের সামনে মিলিত হন এবং সেখান থেকে ইউনিয়নের জেলা সম্পাদক পবন পোদ্দার, জেলা সভাপতি গোপাল সিং সহ ৫ জনের একটি প্রতিনিধি দল জেলা শাসক এন.ডার্লং এর সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি তুলে দেন। খোয়াই জেলা শাসক নিজে ২১শে আগষ্ট সাংবাদিক নিগ্রহের ঘটনা ভিডিও ক্যামেরায় দেখেছেন। সেদিন অতিরিক্ত জেলা শাসক সন্তোষ কর্মকার কর্তৃক সাংবাদিকরা নিগৃহীত হয়েছিল।