পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৫ আগষ্ট ।। মঙ্গলবার সকালে বরমুড়া জঙ্গলে পঁচাগলা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন বরমুড়ার জাতীয় সড়ক সংলগ্ন নন্দীকুয়ারী বাগান রাস্তার একটি জঙ্গলে অজ্ঞাত পরিচয়ের পঁচাগলা মৃতদেহ দেখতে পায় এক শ্রমিক। তারপর স্থানীয় মানুষ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ সহ জেলা পুলিশ আধিকারিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাগানে যাওয়ার পথে দুর্গন্ধ পায়, পরে দেখতে পায় গাছের আড়ালে ঢেকা থাকা একটি পঁচাগলা মৃতদেহ। পুলিশ তদন্ত চালাছে, মৃতদেহের পরিচয় এখনও জানাযায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারনা এটি খুন হতে পারে বলে জানান।